বার্সা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

অবশেষে গুঞ্জনের শেষ হলো নেইমারকে নিয়ে। অবশেষে গুঞ্জনের শেষ হলো নেইমারকে নিয়ে। তাকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার অনুমতি দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমনটাই দাবি বিবিসির। বলা হচ্ছে ফরাসি ক্লাবটিতে ২২ কোটি ২০ লাখ ইউরোতে যাচ্ছেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।

বুধবার বার্সেলোনার হয়ে অনুশীলন করতেই ক্লাবে এসেছিলেন নেইমার। যদিও শেষ পর্যন্ত অনুশীলন না করে বিদায় নেন সতীর্থদের কাছ থেকে। এমনকি বার্সা কোচ এরনেস্তো ভালভারদেও তাকে অনুশীলন না করে ভবিষ্যৎ ঠিকানা নির্ধারণে বিদায়ের অনুমতি দেন।

এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে।

সান্তোস ছেড়ে নেইমার বার্সায় আসেন ২০১৩ সালে। তখন ৪৮ মিলিয়ন ইউরোতে বার্সায় এসেছিলেন ব্রাজিলীয় তারকা।

/এফআইআর/