আবারও রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ। কে জিতবে শিরোপা? চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আছে দুটি দল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
ইতিহাদে আজ নবম স্থানে থাকা ওয়েস্ট হ্যামকে আতিথ্য দেবে সিটি। তারা জিতলে টানা চতুর্থবার শিরোপা ঘরে তুলবে। যেটা হবে ইতিহাস। কারণ, টানা চারবার প্রিমিয়ার লিগ জিততে পারেনি আর কেউ। আর্সেনালের জন্যও দিনটা হতে পারে প্রত্যাবর্তনের। তারা ২০০৪ সালের পর লিগ শিরোপা জয়ের অপেক্ষায়। অবশ্য সেক্ষেত্রে এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে হারালেই চলবে না। আশায় থাকতে হবে সিটি যেন ওয়েস্ট হামের বিপক্ষে জিততে না পারে। যদি গার্দিওলার দল ড্র করে এবং আর্সেনাল জেতে। তখন দুই দলের পয়েন্ট হয়ে যাবে ৮৯। গানাররা সিটির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা শিরোপা ঘরে তুলবে!
গার্দিওলা অবশ্য নিজেদের কাজটা করার দিকে মনোযোগী। তিনি ভালো করেই জানেন ভাগ্যটা তাদের হাতে, ‘ভাগ্য এখন আমাদের হাতে। তবে যদি এটা ভাবেন আর্সেনাল পয়েন্ট হারাবে তাহলে আপনি ভুল ভাবছেন। আর্সেনালকে পুরো মৌসুমেই ভালো করে দেখেছি। আমাদের এখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে নিজেদের কাজের দিকে মনোযোগ। ওয়েস্ট হ্যামকে হারানোর চেয়ে আমার মস্তিষ্কে আর কিছু নেই।’
একই দিন আবার কারা ইউরোপ লিগ ও ইউরোপা কনফারেন্স লিগ নিশ্চিত করবে সেটাও জানা যাবে। অ্যানফিল্ডের আবহটা থাকবে আবেগময়। কারণ লিভারপুলের হয়ে ৪৯১তম এবং শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন ইয়ুর্গেন ক্লপ। তাদের প্রতিপক্ষ উলভস।