বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সম্প্রচার করবে ‘ফক্স স্পোর্টস’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সম্প্রচার করবে ‘ফক্স স্পোর্টস’দীর্ঘ দিন পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। যেই সফর হওয়া নিয়ে অনেক দিন ধরেই জমে ছিল শুধু সংশয়ের মেঘ। ২০১৫ সালে নিরাপত্তার অজুহাতে বাতিল হওয়া এই সফর অবশেষে হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। সেই সফরের দুটি টেস্ট সম্প্রচার করবে ফক্স স্পোর্টস।  অসি দর্শকরা যাতে টেস্ট দেখা থেকে বঞ্চিত না হন তাই দুই টেস্টের সবটুকুই দেখানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর প্রধান নির্বাহী প্যাট্রিক ডেলানি।

একে তো শক্তির বিচারে নতুন এক বাংলাদেশের মুখোমুখি হবে স্টিভেন স্মিথ-ওয়ার্নাররা। তার ওপর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ও ইংল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। তাই এমন ম্যাচ দেখতে মুখিয়েই থাকবে ক্রিকেট বিশ্ব। সেই ক্রিকেট বিশ্বের চাহিদা মেটাতেই এমনটি করার ইচ্ছা ফক্স স্পোর্টসের। প্যাটট্রিক ডেনালি জানান, ‘ক্রিকেট বোদ্ধাদের জন্য এটা সত্যিই দারুণ খবর। দুই দলকে ঘিরে অনেক চাহিদা রয়েছে। আমরা সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন করেছি।’

একই কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ প্রচারে কাজ করা দেশীয় প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী মইনুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘ফক্স স্পোর্টসের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এর ফলে অস্ট্রেলিয়ার দর্শকরা টেস্ট ম্যাচগুলো দেখতে পাবে।’

দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৭ আগস্ট ঢাকায়। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

/এফআইআর/