অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত ব্র্যাথওয়েট

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত ব্রাথওয়েটদিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই টেস্টের পর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েটের বিরুদ্ধে।

সাধারণত ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ব্র্যাথওয়েট। তবে অফস্পিনও করতে পারেন। এজবাস্টনে ৬ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান। আর সেই বোলিংই কাল হয়েছে শেষ পর্যন্ত। আগামী ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে। অবশ্য ফল বেরুবার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি।

‘পার্টটাইম’ বোলার হলেও এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন ব্র্যাথওয়েট। এর মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। বোলার হিসেবে সেভাবে আলো না ছড়ালেও ব্যাটসম্যান হিসেবে মোটামুটি সফল তিনি। টেস্টে ২ হাজারের বেশি রান করেছেন এ ওপেনার। -ক্রিকইনফো।

 /এফআইআর/