এভারটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো ম্যানসিটি

এভারটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো ম্যানসিটিওয়েইন রুনির এভারটনের কাছ থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে গার্দিওলার শিষ্যদের।

খেলায় ৩৫ মিনিটে এগিয়ে যায় এভারটন। রুনির গোলে ব্যবধান বাড়িয়ে উল্লাসে মাতে তারা। যদিও এর আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানসিটি। সার্হিও আগুয়েরোর ক্রস থেকে শট নিয়েছিলেন সিলভা। শেষ পর্যন্ত তা লক্ষ্য ভ্রষ্ট হয়।

বাজে খেলার উদাহরণ এই অর্ধে আবারও দেয় সিটি। ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নতুন আসা ডিফেন্ডার কাইল ওয়াকার।

দীর্ঘক্ষণ ম্যাচে ফেরার অপেক্ষায় থাকলেও সমতায় ফিরতে পারছিল না গার্দিওলার দল। ছন্দে ফিরতে অপেক্ষায় থাকতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। অবশেষে ৮২ মিনিটে রাহিম স্টারলিংয়ের গোলে সমতায় ফেরে তারা। যদিও ৬ মিনিট পর সিটির মতো ১০ জনের দলে পরিণত হয় এভারটন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্নেইডারলিন।

সমতা নিয়ে মাঠ ছাড়লেও দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন রুনি। প্রিমিয়ার লিগে দ্বিতীয় তারকা হিসেবে করেছেন ২০০ গোল। তার আগে রয়েছেন নিউক্যাসল তারকা অ্যালান শিয়েরার।