৫ বছরের জন্য নিষিদ্ধ খালিদ লতিফ

৫ বছরের জন্য নিষিদ্ধ খালিদ লতিফম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তান ব্যাটসম্যান খালিদ লতিফ। সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকেই নিষিদ্ধ করা হয়েছে তাকে। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে এমন কাণ্ডে জড়িয়েছিলেন লতিফ। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে।  এসব অভিযোগের প্রমাণ পাওয়ার পরেই বুধবার এই রায় ঘোষণা করা হয়। তাকে আরও ১ মিলিয়ন রুপিও জরিমানা করেছে পিসিবি।

লতিফের এই কাণ্ডের রায় যখন দেওয়া হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন না তার আইনজীবী বাবর আলম। যদিও নিজের মক্কেলকে নিয়ে বেশ কিছু বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। তাই বেশ কিছু শুনানিতেও উপস্থিত থাকেননি। এমনকি এ সংক্রান্ত ট্রাইব্যুনালের বিরুদ্ধেও আলাদা একটি মামলা করেছেন বাবর আলম।

১৭ বছর আগে অভিষেক হওয়া  এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা শেষ হবে ৩৬ বছর বয়সে। এই নিষেধাজ্ঞার শাস্তি কোনওভাবে কমানো বা পরিবর্তনের কোনও সুযোগ হয়তো থাকছে না। তাই আপাতদৃষ্টিতে ক্যারিয়ারের শেষটাই দেখতে পারেন লতিফ!