শ্রীলঙ্কায় তদন্তে নেমেছে আইসিসি

শ্রীলঙ্কায় তদন্তে নেমেছে আইসিসি শ্রীলঙ্কার গত কিছু দিনের পারফরম্যান্সে সন্দেহের চোখে তাকিয়ে ছিলেন অনেকেই। যাদের মধ্যে ছিলেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্রমোদ্য ভিকরমাসিংহে। তিনিই অভিযোগ তুলে বলেছিলেন, ম্যাচ পাতিয়েছেন লঙ্কানরা। সততা নিয়ে প্রশ্ন উঠায় এ নিয়ে তদন্ত করতে শ্রীলঙ্কার কাছে লিখিতভাবে জানিয়েছিলেন ৪০জন শীর্ষ ক্রিকেটার। এই ঘটনার ৪৮ ঘণ্টা যেতে না যেতেই এ নিয়ে তদন্তে নেমে গেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু।

গত শুক্রবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের সই করা একটি চিঠি তারা পেয়েছে। যাতে রয়েছেন দিনেশ চান্ডিমাল ও উপুল থারাঙ্গার মতো ক্রিকেটার। তারাই এই ভিত্তিহীন অভিযোগ তদন্ত করতে বোর্ডের কাছে আর্জি জানায়।  বোর্ড যদিও এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। কিন্তু তারা ক্রিকেটারদের মনে উদয় হওয়া আতঙ্কের বিষয়টি নিয়ে ভেবে দেখছিল। আর এর মাঝেই আকসু শ্রীলঙ্কা সফরে গেছে তদন্ত করার জন্য।

এ প্রসঙ্গে আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কায় তদন্ত করার জন্য আকসু রয়েছে। সেই লক্ষ্যে অনেকের সঙ্গে কথা হচ্ছে। ’ ক্রিকইনফো।