X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

১৮ মাস পর বাংলাদেশ দলে সাইফউদ্দিন, নতুন মুখ তানজিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:৫৪

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ মে শুরু হবে দুই দলের লড়াই। রবিবার জিম্বাবুয়ে বাংলাদেশে পা রাখার দিন বিসিবি প্রথম তিন ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই দল প্রকাশ করেছে।

এই স্কোয়াডে ১৮ মাস পর সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া প্রথমবার টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তানজিদ হাসান তামিম। 

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন সাইফউদ্দিন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। বিপিএলে ব্যাট ও বল হাতে দারুণ বোলিং করার পর ঢাকা লিগেও আবাহনীর জার্সিতে ভালো খেলেছেন। নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তাই তার ওপর আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট।

এদিকে তানজিদের ওয়ানডে ক্রিকেট অভিষেক হলেও টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তরুণ এই ব্যাটারের সামনে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলার হাতছানি। ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের জমজমাট আসর বিপিএলে দারুণ ব্যাটিং করেছিলেন এই টপঅর্ডার ব্যাটার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৩৮৪ রান করে টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ নম্বরে ছিলেন তানজিদ।

সাইফউদ্দিন ছাড়াও অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ঈমন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তানভীর। বাঁহাতি এই স্পিনার বাংলাদেশের জার্সিতে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ১৩ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন তিনি। 

তানভীরের মতো আফিফও সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ড সিরিজে। খুলনা টাইগার্সের হয়ে সর্বশেষ বিপিএলে ১২ ম্যাচে ২৭৮ রান করেছিলেন আফিফ। জাতীয় দলের হয়ে ৬৯ টি টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। 

ইমনের অভিষেক হয়েছিল ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর এশিয়ান গেমসেও দুটি ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে। ৩ টি-টোয়েন্টিতে খুব বেশি রান করতে পারেননি। তবে ধুমধাড়াক্কা ক্রিকেটে পারদর্শী এই ব্যাটারকে এই ফরম্যাটে আদর্শ ক্রিকেটার হিসেবেই ধরা হয়। ঠিক এই কারণেই জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে তাকে।

সাকিব আল হাসানের অনুরোধে তাকে এই তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফেরার পর শেষ দুটি ম্যাচে হয়তো খেলবেন।

আগামী ৩, ৫ ও ৭ মে তিনটি ম্যাচ চট্টগ্রামে। ১০ ও ১২ মে মিরপুরে হবে শেষ দুই টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেন হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও সাইফউদ্দিন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মাদ্রাসার সবাই ফেল!
এক মাদ্রাসার সবাই ফেল!
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন
নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় আরেক কাউন্সিলর বরখাস্ত
নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় আরেক কাউন্সিলর বরখাস্ত
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা