ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে

iএই মাসের শেষ দিকেই ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের জন্য আতিথ্য দেবে জিম্বাবুয়ে। বুলাওয়েতে সংক্ষিপ্ত সফরে অনুষ্ঠিত হবে এই টেস্ট সিরিজ। গত জুলাইয়ের পর এই প্রথম সাদা পোশাকে খেলবে জিম্বাবুয়ে। আর ১২ মাস পর দ্বিতীয়বারের মতো সেখানে সফর করবে ক্যারিবীয়রা।  

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর থেকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। এর আগে অবশ্য অনুষ্ঠিত হবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

দীর্ঘদিন পর পুরনো তারকাদের ফেরত পাওয়াতে এই টেস্টের গুরুত্ব আলাদাভাবেই রয়েছে স্বাগতিকদের। কারণ ফিরছেন তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস। দুইজনেই আর্থিক কারণে জিম্বাবুয়ে ছেড়ে চলে গিয়েছিলেন কাউন্টি খেলতে। কোলপ্যাক চুক্তিতে গেলেও পরে সেই চুক্তি শেষ হওয়ার আগে দেশের হয়ে খেলতে ফিরে এসেছেন। যাতে প্রভাবক হিসেবে ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্যানেলের প্রধান টেটেন্ডা টাইবু।

এই দুই তারকাকে জিম্বাবুয়ে দলে ফেরানোর আরেকটি কারণও আছে। সেটি হলো ২০১৯ বিশ্বকাপ বাছাই। নিজেদের দেশেই আগামী মার্চে সেই বাছাই অনুষ্ঠিত হবে। তাই বিশ্বকাপের টিকিট পেতে হলে ভালো কিছুই করে দেখাতে হবে জিম্বাবুয়েকে।