বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট পেলো পিএনজি ও নেদারল্যান্ডস

২০১৯ বিশ্বকাপ বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। ২০১৯ বিশ্বকাপ বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় এর জন্য বিকল্প ভেন্যু এখন জিম্বাবুয়ে। সেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি (পিএনজি)। এরমধ্য দিয়ে জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে এই দুই দেশ। 

বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ১০ দেশ। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে সেরা চার দল ও আইসিসি ক্রিকেট লিগ ডিভিশন-২ থেকে দুই দল খেলবে এই বাছাই টুর্নামেন্টে। সেখান থেকেই দুই দেশ টিকিট পাবে বিশ্বকাপের।

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে এক রাউন্ড বাকি থাকতেই খেলার যোগ্যতা অর্জন করেছে পিএনজি ও নেদারল্যান্ডস। এবার স্কটল্যান্ড, কেনিয়া ও হংকংয়ের মধ্য থেকেই নিশ্চিত হবে বাকি দুই দল। হংকং ষষ্ঠ রাউন্ডের শেষ সিরিজে নেপালকে হারানোর পরই নিশ্চিত হয় নেদারল্যান্ডস ও পিএনজির বাছাইয়ের টিকিট।

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ টেবিলে ১২ ম্যাচে ৮ জয় ও দুই হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ জয় ও ৪ হারে ১৬ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে পিএনজি। সমান ম্যাচে ১৫, ১৪ ও ১২ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে যথাক্রমে স্কটল্যান্ড, হংকং ও কেনিয়া। আইসিসি।