শীর্ষে থেকেই বিদায় নিলেন হিঙ্গিস

শীর্ষে থেকেই বিদায় নিলেন হিঙ্গিস ক্যারিয়ারে নানা মোড় ছিল কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের। বার বার অবসরে গেলেও আবার ফিরেছেন কোর্টে।  ৩৭ বছর বয়সী সেই হিঙ্গিসই শনিবার তৃতীয়বারের মতো পেশাদার টেনিস থেকে অবসর নিলেন। কিংবদন্তি এই তারকা শেষটা করেছেন কিংবদন্তির মতোই। ডাবলসে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষে থেকে বিদায় নিয়েছেন। আর বিদায়কালে দুই ভারতীয় সঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সুইস তারকা।

প্রশংসা করতেই পারেন হিঙ্গিস। কারণ সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজকে সঙ্গে নিয়ে সাতটি ডাবলস ও মিক্সড ডাবলসের শিরোপা জিতেছেন। তাই বিদায়কালে সেই দুই সঙ্গীকে নিয়ে হিঙ্গিস বললেন, ‘এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামাটাও সৌভাগ্যের। সানিয়া ছাড়া আমি আবারও টেনিসে ফিরতে পারতাম না। আমরা যখন উইম্বলডনে জিতি, সেটা ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমি একা এই শিরোপা জিততে পারতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘একইভাবে লিয়েন্ডারের সঙ্গেও আমার সময়টা দারুণ কেটেছে। এক সঙ্গে চারটি স্ল্যাম জিতেছি।

এই তারকা প্রথমবার অবসর নেন ২০০৩ সালে। ২০০৬ সালে ফিরেছিলেন চোট জর্জর অবস্থা কাটিয়ে। যদিও ডোপ পাপে ফের অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর আবারও ২০১৩ সালে ফিরেছিলেন শুধু ডাবলসে। এবার সেই ডাবল থেকেও অবসর নিলেন।  সিঙ্গেলসে ৫টি গ্র্যান্ড স্লাম জেতা তারকা নব্বইয়ের দশকে অনেকগুলো রেকর্ডই গড়েছিলেন।  সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে র‌্যাংকিংয়ে হয়েছিলেন এক নম্বর।  এমনকি কম বয়সী থেকেই জিতেছিলেন গ্র্যান্ড স্লাম।  ২২ বছর বয়সেই জিতে ফেলেন ৪০টি সিঙ্গেলস ও ৩৬টি ডাবলস শিরোপা।