টি-টোয়েন্টিতে ব্র্যাথওয়েটের প্রথম হাফসেঞ্চুরি

ব্র্যাথওয়েট ঝড়ে খুলনার সংগ্রহ ১৫৬
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারে পর পর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জিতিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সেখান থেকেই তারকা খ্যাতি পেয়ে যান ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। চলতি আসরে খুলনা টাইটানসের হয়ে খেলছেন বিস্ফোরক এই তারকা। প্রায় সব ম্যাচে একটু হলেও অবদান রাখছেন তিনি। মঙ্গলবার সব ছাড়িয়ে দলের সেরা পারফরমারও হয়ে গেছেন ব্র্যাথওয়েট।

এদিন মিরপুরে ব্র্যাথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় খুলনা টাইটানস। আন্তর্জাতিক এবং ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে ৮৯টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে ৯০তম ম্যাচে এসে হাফসেঞ্চুরির দেখা পেলেন ব্র্যাথওয়েট।  এদিন ২৯ বলে ৬ ছক্কা এবং ৪ চারে তিনি তার ৬৪ রানের ইনিংসটি সাজিয়েছেন।

ব্র্যাথওয়েটের আগের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৭। পোর্ট অব স্পেনে পাকিস্তানের বিপক্ষে চলতি বছরেই এই রান করেছিলেন।

মঙ্গলবার মিরপুরে ঢাকার বিপক্ষে ফিরতি এই ম্যাচটি খুলনার জন্য প্রতিশোধের ম্যাচ ছিল। কিন্তু শুরুতেই চাপে পড়ে যায় গত আসরে আলো ছড়ানো দলটি। দলীয় ৭১ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে নামেন ব্র্যাথওয়েট। এরপর খুলনার স্কোর বোর্ডের চেহারা বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত তার ৬৪ রানের ওপর ভর করে খুলনা সংগ্রহ করে ১৫৬ রান।