বৃষ্টির দিনে ভারতকে কাঁপালেন লাকমল

বৃষ্টির দিনে জ্বলে উঠেছিলেন লাকমল। রান না দিয়েই নিয়েছেন তিন উইকেট। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে হানা দিয়েছে বৃষ্টি।  পুরো দিনের বৃষ্টিতে খেলা হয়েছে মাত্র ১১.৫ ওভার।  এত কম ওভার খেলা হলেও অনফিল্ডে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান পেসার সুরঙ্গ লাকমল। তার বোলিং তোপে মাত্র ১৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।  পরে অবশ্য আলোক স্বল্পতার কারণে দিনের বাকি খেলা হয়েছে পরিত্যক্ত।

কলকাতায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে চার ঘণ্টা পর অনুষ্ঠিত হয় টস।  তাতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিনেশ চান্ডিমাল।  এ নিয়ে ভারতে তৃতীয় কোনও টেস্টে একটি দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো।  পরিসংখ্যান যখন এই, তখন শ্রীলঙ্কার এমন সিদ্ধান্তকে যথার্থ মনে করেননি অনেকেই।  তবে সফরকারী অধিনায়কের এই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে ছাড়েন পেসার লাকমল।   

শুরুতে বৃষ্টির বাগড়ায় নামতে দেরি হয়, পরে খেলতে নামলে শুরুর আক্রমণটা হানেন এই লাকমল।  প্রথম ওভারে গোল্ডেন ডাকে ফেরান লোকেল রাহুলকে।  এরপর সপ্তম ওভারে তার শিকার হন শিখর ধাওয়ান। সবশেষ ১১তম ওভারে অধিনায়ক বিরাট কোহলিকে বিদায় দেন তিনি।  লাকমল সবগুলো উইকেটই নেন কোনও রান না দিয়ে! ৬ ওভারে তিনটি উইকেট নেন বিনা রানে।  ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (৮) ও আজিঙ্কা রাহানে (০)।