আফুসির বিরুদ্ধে ফিফায় যাবে শেখ জামাল

হঠাৎ করেই শেখ জামালের চাকরি ছেড়েছেন আফুসিহঠাৎ করেই শেখ জামালের চাকরি ছেড়েছেন তাদের কোচ জোসেফ আফুসি। ঢাকা ছেড়ে যাওয়ার আগে ই-মেইলে পাঠিয়েছেন পদত্যাগপত্র। নাইজেরিয়ান এই কোচের এমন অপেশাদার আচরণে ক্ষুদ্ধ শেখ জামাল। প্রয়োজনে ফিফার কাছে নালিশ জানাতে চান ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, ‘এটা তো কোনও নিয়ম হতে পারে না।  একটা লিগ চলাকালীন সময়ে ক্লাবের সঙ্গে কথা বলেই পদত্যাগ করে তিনি চলে যেতে পারতেন। আসলে অন্য কোথাও তার চাকরি হয়েছে বলে শেখ জামাল ছেড়ে পালিয়ে গেছেন। তাকে অগ্রীমও দেওয়া হয়েছিল।  স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে। এসব ব্যাপার আমরা বাফুফে ও ফিফাকে জানাবো। তার বিরুদ্ধে আইনি পথে যাবো।’

জোসেফ আফুসির এভাবে হঠাৎ করে চলে যাওয়াটাকে মানতে পারছেন না ক্লাবটির এই কর্মকর্তা।  বলেছেন, ‘কোনও কোচ এভাবে রাতের আঁধারে পালিয়ে যাবে, এটা তো হতে পারে না।  এএফসির টুর্নামেন্টে তাকে কোচ রাখার কারণে জরিমানা করা হয়েছিল। কারণ তার লাইসেন্স ছিল দু-নম্বরি, সেই জরিমানার টাকা আমরা দিয়েছি। তিনি যে এমন আচরণ করবেন, সেটা আমরা ভাবতেও পারি নি।’
এদিকে শেখ জামালে জোসেফ আফুসি অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ হিসেবে মাহবুব হোসেন রক্সিকে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ক্লাব কর্তারা।  প্রিমিয়ার লিগে এখন থেকে শেখ জামালের ডাগ আউটে দাঁড়াবেন বাফুফে থেকে প্রেষণে আসা এই কোচ।

নতুন কোচ হিসেবে মাহবুব হোসেন রক্সিকে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তার অভিষেক নিয়ে ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মাহবুব হোসেন রক্সির অধীনে অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স আমার ভালো লেগেছে।  এই দলের ভবিষ্যৎ আছে।  কোচ হিসেবে রক্সি দলটিকে ভালোভাবে গাইড করেছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে।  বাফুফের ছাড়পত্র পেয়েছে, আজ থেকেই তিনি কাজ শুরু করবেন।’