X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ২১:৪৪আপডেট : ০৬ মে ২০২৪, ২২:২৭

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি সহজেই জিতেছে বাংলাদেশ। কিন্তু সেখানে রয়েছে অতৃপ্তি। রবিবার দ্বিতীয় ম্যাচ জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তেমনটা জানান। দুই ম্যাচেই পেসারদের দারুণ বোলিংয়ের পর জিম্বাবুয়েকে অল্প রানে আটকে দিয়েছে স্বাগতিকরা। তবে লক্ষ্যে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং শঙ্কা জাগানোর মতো। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতলেও ১২৫ রানের লক্ষ্য পাড়ি দিতে বাংলাদেশ ব্যাটিং করে ১৬ ওভার পর্যন্ত। পরের ম্যাচে ১৩৯ রানের লক্ষ্য ছুঁতে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে সংশয় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হাতে শিরোপা তুলে দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। বাংলাদেশের ব্যাটিং দেখে ভয় হচ্ছে তার, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো ম্যাচ সহজেই জিতেছি। এটা সত্যি যে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে।’

ব্যাটিং নিয়ে ভয় হলেও বোলিংয়ে সন্তুষ্ট বোর্ড প্রধান। সাইফউদ্দিন, তাসকিনসহ আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমানের প্রশংসা করে তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ হচ্ছে, দুটো ম্যাচ দেখেছি। বোলিংয়ে কিন্তু ভালো করেছে। সাইফউদ্দিন এতদিন পর এসে যেভাবে বোলিং করেছে, শেখ মেহেদী যেভাবে বোলিং করেছে, তাসকিনকে তো মনে হচ্ছে বিধ্বংসী। মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসেছে।’

সম্প্রতি সাকিব আল হাসান একটি অনুষ্ঠানে বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয়। এই সময়টা ছিল বাংলাদেশের জন্য প্রস্তুতির। অভিজ্ঞ অলরাউন্ডারের মন্তব্য প্রসঙ্গে পাপন জানান, এটা হয়তো মজা করে বলেছেন সাকিব। তার মতে, প্রস্তুতির হিসাব করলে সাকিব ৫০ ওভারের প্রিমিয়ার লিগ না খেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতেন।  

পাপন বলেন, ‘আমরা এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলছি, এটাও তো টি-টোয়েন্টি। এর আগেই তো আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল আমরা দেখেছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। তার আগে আমরা শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছি। তারপরও প্রস্তুতি লাগে! এমনিই বলেছে বলে আমার ধারণা। যদি তা-ই হতো... ও তো টি-টোয়েন্টিও খেলতে পারতো, ওয়ানডেও খেলতে পারতো। কিন্তু ও তো ওয়ানডেই খেলছে। ও আপনাদের সঙ্গে দুষ্টামি করেছে মনে হয়।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলবে তারা। প্রস্তুতির তুলনা করতে বলা হলে বিসিবি সভাপতি জানান, ‘জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি নয়। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দিবো? এটার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলার ব্যাখ্যা করতে গিয়ে পাপন আরও বলেছেন, ‘আর যুক্তরাষ্ট্রে আমরা তাদের (বাংলাদেশ দল) খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার, তা আগেই শুরু করার কথা ছিল। আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরো সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতির হওয়ার কথা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদনির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
বিদায়ের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘মোস্তাফিজকে মিস করেছি’
বিদায়ের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘মোস্তাফিজকে মিস করেছি’
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক