পিএসজির স্পট কিক নেওয়ার ভার নেইমারের

এখন থেকে নেইমারকে স্পট কিক নেওয়ার দায়িত্ব দিয়েছেন কাভানিনঁতেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শনিবার এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জায়ান্টরা। এই ম্যাচেই জোড়া গোল করেছেন এদিনসন কাভানি।  ম্যাচ শেষে কাভানি জানালেন ভিন্ন এক সংবাদ- পিএসজির পেনাল্টি নেওয়ার ভার এখন থেকে নেইমারের!

অথচ এই মৌসুমেই এ নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি ছিল দুজনের। মৌসুমের শুরুতে লিঁওর সঙ্গে ২-০ গোলে জেতা ম্যাচে হয়েছিল সেই ঝামেলা। দুজনে স্পট কিক নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত কাভানিই পেনাল্টি নেন হাল্কা বিতণ্ডায় জড়িয়ে।

এরপর থেকে বিষয়টি নিয়ে চর্চা ছিল গণমাধ্যমে। শেষ পর্যন্ত ঝামেলা এড়াতে পেনাল্টির ভার নেইমারকে দেওয়ার কথা জানালেন কাভানি। ক্লাবের হয়ে পরের স্পট কিক কে নেবেন? এমন প্রশ্নে কাভানির উত্তর ছিল, ‘নেইমার।’

তিনি আরও জানান, কোচ উনাই উমেরির হস্তক্ষেপেই পাকা হয়েছে এই সিদ্ধান্ত, ‘আমরা দুজনে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। নেইমারই সব পেনাল্টি নিবে।’