শাস্তি পেলেন তামিম-লিটন

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন তামিমবিপিএলে এবার শৃঙ্খলা ভঙ্গ করে শাস্তি পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার লিটন কুমার দাস। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ানোয় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে দুজনকেই। বিধি ভাঙায় তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে দুজনের আচরণবিধিতে।

রংপুরের ইনিংসেই ঘটে এমন ঘটনা। ব্যাটসম্যান রবি বোপারা ব্যাট করছিলেন তখন।  তার বিরুদ্ধে একটি কট বিহাইন্ডের আবেদন করলে নট আউটের সিদ্ধান্ত দেন অন ফিল্ড আম্পায়ার। এরপরেই সেই সিদ্ধান্ত নিয়ে রাগান্বিত ভঙ্গিতে কথা বলেছিলেন দুজন। তাদের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ তুলেন অন ফিল্ড আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ, মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মোর্শেদ আলী খান ও চতুর্থ আম্পায়ার মোজাহিদুজ্জামান। এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন দুজনেই।

এর ফলে দুই মাত্রার অভিযোগ আনা হয় তামিম ও লিটনের বিপক্ষে।  আচরণবিধি ভেঙে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় চার বা এর অধিক পয়েন্ট হলেই নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন তামিম ও লিটন।