ঢাকাকে ১৩৭ রানে আটকে দিল রংপুর

সাকিবের ব্যাটে ভর করেই পুঁজি বাড়িয়েছে ঢাকা। পরের পর্ব নিশ্চিত হয়ে গেছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের। যদিও স্থান নির্ধারণে জয় ভূমিকা রাখবে দুই দলের। তেমনই পরিসংখ্যানগত অবস্থায় টসে জিতে ব্যাট করা ঢাকাকে ৭ উইকেটে ১৩৭ রানে আটকে দিয়েছে রংপুর রাইডার্স। 

আজকের ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে বিশ্রামে রেখেছে রংপুর। পরিবর্তন আনা হয়েছে ৭টি। উল্টো দিকে ঢাকা ঢাকা পরিবর্তন এনেছে চারটি। অথচ চারটি পরিবর্তন এনেও ব্যাটিং লাইন আপে রসদ যোগাতে ব্যর্থ হয়েছে ঢাকা। শুরু থেকেই ছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ৪৮ রানে পতন ঘটে ৫টি উইকেটের। এরপর মেহেদী মারুফ ও অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট ধরলে পুঁজিটা বড় হয় ঢাকার। মেহেদী মারুফ ২৩ বলে ৩৩ রানে বিদায় হলে লড়াই চালিয়ে যান ঢাকার অধিনায়ক সাকিব। ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। সাকিবের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। আর মারুফের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছয়। 

রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও এবাদত হোসেন। একটি করে উইকেট নেন স্যামুয়েল বদ্রি, নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।