টি-টেন লিগে মোস্তাফিজকে এনওসি দেয়নি বিসিবি

টি-টেন লিগে খেলতে যাওয়ার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। টি-টেন লিগে খেলতে যাওয়ার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো এনওসি বা অনাপত্তি পত্র পাওয়ার আশায় ছিলেন। কিন্তু চোপ প্রবণ হওয়ায় তাকে ছাড়তে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তাকে এনওসি দেয়নি বিসিবি।

উদ্বোধনী ম্যাচে বেঙ্গল টাইগার্সের হয়ে সাকিবের বিপক্ষে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ৯০ মিনিটের এই খেলায় এনওসি না পাওয়ায় যাওয়া হচ্ছে না তার। অবশ্য এর পেছনে কাজ করছে মোস্তাফিজের শারীরিক সুস্থতা। এ প্রসঙ্গে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান, ‘কিছুদিন পরেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ। তাই গুরুত্বপূর্ণ সিরিজের আগে মোস্তাফিজকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

মোস্তাফিজকে নিয়ে ভাবার কারণও আছে। ক্যারিয়ারে মাত্র দুই বছর পার করলেও ইতোমধ্যে চোটের কারণে ছিটকে গেছেন দুবার! দক্ষিণ আফ্রিকা সফরেই গোড়ালির চোটে খেলতে পারেননি সীমিত ওভারের ম্যাচ। পুনর্বাসন প্রক্রিয়ার পর বিপিএলে ফিরেছিলেন তাও দুই পর্ব পর।– ক্রিকবাজ।