মরিনহোর ‘বিরূপ’ মন্তব্যের ব্যাখ্যা চাইলো এফএ

হোসে মরিনহোর কাছে ব্যাখ্যা চাইলো এফএচাঁছাছোলা মন্তব্যে জুড়ি মেলা ভার ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। যখনই কোনও ক্লাবে দায়িত্ব নিয়েছেন, সেই সময়ে আলোচিত সমালোচিত হয়েছেন শুধু এমন মন্তব্যের জন্যেই। এবার ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েও স্বভাববিরুদ্ধ হতে পারলেন না। গত কয়েক দিন বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন স্বঘোষিত স্পেশাল ওয়ান।

সাংবাদিকদের খোঁচা তো দিয়েছেনই, গত শুক্রবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগে ম্যানসিটির খেলোয়াড়দের নিয়ে বিরূপ মন্তব্য করে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তোপের মুখে পড়েছেন। তার সেই মন্তব্যেরই ব্যাখ্যা চেয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন। আলোচিত সেই মন্তব্যে মরিনহো বলেছিলেন, ‘সিটির ছেলেরা সহজেই মাঠে পড়ে যায়। বিষয়টা এমন যেন হাল্কা বাতাস বইলো আর ওরা টুপ করে মাটিতে পড়ে গেলো!’ এমন মন্তব্যের পর তার ব্যাখ্যা চেয়ে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এফএ।

শুধু খেলোয়াড়দের ঘিরেই নয় ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে নিয়েও মন্তব্য করেছেন মরিনহো। লাগামহীন সেই মন্তব্যের ভাষ্য ছিল এমন, ‘আমি হলে কাউকে টাচ লাইনে থেকে কোনও রাজনৈতিক ভাষ্য দিতে দিতাম না।’ মরিনহোর ইঙ্গিত টা আসলে ছিল পেপ গার্দিওলার সাম্প্রতিক কাতালোনিয়া ইস্যুকে ঘিরে। কিছুদিন আগে স্বাধীনতা প্রশ্নে রাজনৈতিক দমন পীড়ন বন্ধে হলুদ বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিলেন গার্দিওলা।   -বিবিসি।