কাভানির জোড়া গোলে জয় পিএসজির

দলীয় নৈপুণ্য ছিল পিএসজির।রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগে হারলেও ঘরোয়া লিগে দাপট বজায় রেখেছে পিএসজি।  লিগ ওয়ানে পিছিয়ে পড়েও স্ট্রাসবার্গকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ নেওয়া পিএসজি এদিন শুরুতেই গোল হজম করে বসে। ৬ মিনিটে আহোলুর গোলে এগিয়ে যায় স্ট্রাসবার্গ। তবে সমতায় ফিরতে বেগ পেতে হয়নি পিএসজির। ১০ মিনিটে ড্রাক্সলারের গোলে স্কোর হয় ১-১।

এরপরেই জ্বলে উঠে পিএসজি। ২১ মিনিটে নেইমার ও ২২ মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান বাড়ায় আরও। ৬৭ মিনিটে স্ট্রাসবার্গের হয়ে একটি গোল শোধ করেছিলেন বাহোকেন। অবশ্য তাতেও লাভ হয়নি। প্রতিপক্ষকে আরও চেপে ধরে পিএসজি। কাভানি ৭৩ ও ৭৯ মিনিটে করেন জোড়া গোল।

এই জয়ে ১২ পয়েন্ট ব্যবধান রেখেই শীর্ষে পিএসজি। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে মোনাকো।