আসছে লঙ্কান প্রিমিয়ার লিগ

২০১২ সালে হয়েছিল এসএলপিএল। নতুন নতুন টি-টোয়েন্টি লিগে ঝামেলা বাড়ছে আরও। আন্তর্জাতিক সূচি বিপাকে পড়ছে এসব লিগের জমজমাট সূচিতে। এমন জটিল পরিস্থিতিতে নিজেদের টি-টোয়েন্টি লিগ নিয়ে হাজির হচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কান প্রিমিয়ার লিগ নামেই যাত্রা শুরু করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। লিগ শুরু হবে ১৮ আগস্ট থেকে, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।  লিগে দল থাকবে ছয়টি।

বিদেশি তারকাদের পাওয়াটা মূল লক্ষ্য থাকলেও তাতে হয়তো সফল হবে না লঙ্কান টি-টোয়েন্টি লিগ। কারণ ওই একই সময়ে চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। সিপিএল শুরু হবে ৮ আগস্ট, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া আন্তর্জাতিক সূচিতেও ব্যস্ততা রয়েছে ওই সময়ে। তাই ওই সময়ে শ্রীলঙ্কার লক্ষ্য হিসেবে থাকবে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কারণ এই সময়ে তাদের ব্যস্ততা সেভাবে হয়তো থাকছে না। তবে সিপিএল ও টি-টোয়েন্টি ব্লাস্ট থাকায় কী পরিমাণ ক্রিকেটারদের তারা পাবে সেটাই এখন দেখার।

এর আগেও আইপিএল স্টাইলে টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। ২০১২ সালে হওয়া সেই টুর্নামেন্টের নাম ছিল এসএলপিএল। কিন্তু জনপ্রিয়তার বিচারে সফল না হওয়ায় একটি মৌসুমের পরই থেমে যায় টুর্নামেন্ট।