ওর্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন সালাউদ্দিন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনলাওসের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ শেষে জাতীয় দল ঢাকায় আসলেও সঙ্গে আসেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। একপর্যায়ে বাফুফের সঙ্গে সমঝোতায় কোচের পদ ছেড়ে ব্যাংকক এয়ার ফোর্স ক্লাবে নতুন ঠিকানা খুঁজে নেন। শুরুতে পারিবারিক কারণের কথাই শোনা যাচ্ছিল।  পরে জানা গেল ভিন্ন ঠিকানার লক্ষ্যেই দায়িত্ব ছেড়েছিলেন।  তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন!

তার অসন্তোষ পরিষ্কারভাবেই ফুটে ওঠে সাফের ড্র অনুষ্ঠানে। বুধবার রাজধানীর একটি হোটেলে সাফ ফুটবল উপলক্ষে সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু ওর্ড প্রসঙ্গ আসতেই কৌশলে কোচের স্বভাব-বৈশিষ্ট্যকে কাজী সালাউদ্দিন তুলে ধরেন এভাবে, ‘আনহ্যাপি ওয়াইফ ইজ নট এ গুড ওয়াইফ। পৃথিবীটা অনেক বড়। একজন যাবে, আরেক জন আসবে। এর চেয়ে বড় কোচ আসবে।’

বাংলাদেশ ছাড়ার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছিলেন ওর্ড।  আরও জানিয়েছিলেন, যেখানে তার পরিবারের সদস্যরা নির্বিঘ্নে আসতে পারবে, তার সঙ্গে সময় কাটাতে পারবে; সেখানেই থাকবেন তিনি। তাই শেষ পর্যন্ত থাইল্যান্ডের ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।