X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

১৫ বছর পর রানার্সআপ মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৬:৫০আপডেট : ০৬ মে ২০২৪, ১৭:০৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লম্ব সময় ধরে শিরোপার দেখা পায় না ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সর্বশেষ শিরোপাই জিতেছে ২০০৭-০৮ মৌসুমে! পরের বছর ২০০৮-০৯ মৌসুমে হয় রানার্সআপ! তার পর ১৫ বছর কেটে গেলেও শিরোপার দেখা পায়নি দলটি। তবে দীর্ঘ বিরতির পর এবার রানার্সআপ হওয়ার আক্ষেপ ঘুচিয়েছে তারা। সোমবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ধসিয়ে ৫৩ রানের দারুণ জয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছে রানার্সআপ হয়ে।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওয়াইসি সিদ্দিকী ও হাবিব মোল্লার বোলিংয়ে মোহামেডান ১৭৬ রানে অলআউট হয়ে যায়। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ১২৩ রানে থামিয়ে দেয় গাজী গ্রুপকে।

১৭৭ রানের জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। দলের কেউই বড় কোন ভূমিকা রাখতে পারেননি। টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩২.১ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ২৯ রান আসে মাসুম খান টুটুলের ব্যাট থেকে। মেহেদী মারুফ ও প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস।

মোহামেডানের বোলারদের মধ্যে নাঈম হাসান তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মুশফিক হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৬৩ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। মেহেদী হাসান মিরাজের ৪৪ রানের ইনিংসে ভর করে মোহামেডান কোনও রকমে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করায়। মোহামেডানের ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। শেষ দিকে নাঈম হাসান ৩২ বলে ২২ রান করে মোহামেডানের স্কোরকে দেড়শ পেরুতে ভূমিকা রাখেন।

গাজীর বোলারদের মধ্যে ওয়াইসি ৪২ রানে নেন চারটি উইকেট। এছাড়া হাবিব মেহেদী নেন তিনটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
দুই পেনাল্টির ম্যাচে মোহামেডানের দাপুটে জয়
ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল