‘ইরানে নাক দিয়ে রক্ত ঝরেছিল’

আল জাবির। ছবি- ফেসবুক থেকে২০১৬ সালে আল জাবিরের অধীনেই প্রথমবারের মতো বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন।  অথচ সেই তারকাই চোটের কারণে নেই এবারের আসরে।

আগামী শনিবার থেকে দ্বিতীয় আসরটি শুরু হচ্ছে ঢাকায়।  যেখানে ইনজুরির কারণে দলে নেই সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক। এমনকি ইরানে থাকাকালীন অনুশীলনে প্রতিদিন নাক দিয়ে রক্ত ঝরলেও আশা ছাড়েননি। কিন্তু ঢাকায় এসে শেষ পর্যন্ত শরীরের সঙ্গে লড়াই করতে ব্যর্থ হন। জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নেন।

বেশ কিছুদিন ধরে নাকের সমস্যায় ভুগছিলেন আল জাবির। নাকের হাড় বড় হয়ে যাওয়ায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। এমন সমস্যা নিয়ে জাতীয় দলের সঙ্গে ইরানে প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরই দেখা দেয় সমস্যা। সকাল হলে নাক দিয়ে রক্ত ঝরতো।  এ নিয়ে ক্যাম্প শেষ করতে পারলেও ঢাকায় এসে আর পারেননি।

আল-জাবির নিজেই বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার জানালেন, ‘নাকের সমস্যার কারণে ইরানে বেশ কষ্ট করতে হয়েছে। এমনিতে যেই শহরটিতে ছিলাম সেটি পাহাড় বেষ্টিত ছিল। রাতে ঘুম শেষে সকালে উঠে দেখতাম রক্ত ঝরছে। অনুশীলনেও তাই। অন্যদেরও কিছুটা ঝরেছে। তবে তারা খাপ খাইয়ে নিতে পেরেছে। আমার নিজের শারীরিক সমস্যার কারণে খাপ খাইয়ে নিতে পারিনি। এমন সমস্যা নিয়ে প্রশিক্ষণে সমস্যা হচ্ছিল। ঢাকায় এসে তো আর পারলামই না। নামটাই প্রত্যাহার করে নিয়েছি।’

নিজে থাকতে না পারলেও বর্তমান জাতীয় দল নিয়ে আশাবাদী এই তারকা। তাদের শুভকামনা জানিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমি দলে নেই। বেশ খারাপ লাগছে। তবে আমি আশাবাদী যে বর্তমান দলটি ভালো ফল করতে পারবে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে। যদিও একাধিক শক্তিশালী দল আছে, নতুন দল আছে।  আমার জায়গায় যারা আছেন তারা ভালো খেলোয়াড়। এখন সবাই মিলে যদি শতভাগ দিতে পারে, তাহলে শিরোপা ধরে রাখতে পারবো।’

আগামী সেপ্টেম্বরে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেই আসরে নিজেকে ফিরে পাওয়ার আশায় আছেন জাবির, ‘বঙ্গবন্ধু ভলিবলে দর্শক হিসেবে থাকতে হচ্ছে। তবে এর মধ্যে নাকের সার্জারি করে ফেলবো। সেপ্টেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফেরার ইচ্ছা আছে। আশা করছি ফিরত পারবো।’