ক্রিকেট অস্ট্রেলিয়াকে ‘লোভী’ বললেন ওয়ার্ন

শেন ওয়ার্নবিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করতে ম্যাচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন! ক্রিকেট অস্ট্রেলিয়াকে ইঙ্গিতে ‘লোভী’বলে তকমা দিয়েছেন তিনি!

বিগ ব্যাশের পরিবর্তিত রূপে ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪৩। অনেকেই বলছেন সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কথা মাথায় রেখে এমনটি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দুইয়ে দুইয়ে চার মেলানো যেতেই পারে। কারণ এই মাসে অস্ট্রেলিয়া ক্রিকেটের স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল সেভেন ও ফক্স স্পোর্টস। তাতে চুক্তি হয়েছে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে। এই চুক্তি যে প্রভাবক হিসেবে কাজে দিয়েছে মুখে স্বীকার করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।  

এমন সিদ্ধান্তের পর টুইটারে নিজের ক্ষোভটা উগড়ে দিয়েছেন শেন ওয়ার্ন, ‘ বিগ ব্যাশে যেভাবে ম্যাচ বাড়ানো হয়েছে তা সত্যিই হাস্যকর। ক্যাম্পটা অসাধারণ ছিল, তাই ‘অল্পই শ্রেয়’ এমন মনোভাব থাকা উচিত ছিল। আরও বেশি টাকার জন্যে খেলা বাড়ানো মানে পণ্যকে আরও হালকা করে দেওয়া।’

 ওয়ার্ন ক্ষোভ উগড়ে দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড যুক্তি দাঁড় করিয়েছেন এমন সিদ্ধান্তের। তিনি জানিয়েছেন খেলাকে আরও রোমাঞ্চকর করতেই এমনটি করা। যাতে সবদিক দিয়ে ভারসাম্য থাকে!