কাউন্টি খেলা হচ্ছে না কোহলির

সারেতে খেলা হচ্ছে না কোহলির।ইংল্যান্ডে খেলার আগে কন্ডিশনে খাপ খাওয়াতে চেয়েছিলেন বিরাট কোহলি। তাই বেছে নিয়েছিলেন কাউন্টি ক্লাব সারে। কোহলির সেই সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি! তাতে কাউন্টি ক্রিকেটে খেলা হচ্ছে না কোহলির। ইংল্যান্ড সফরের আগে এমন খবর ধাক্কা হয়েই এসেছে ভারতীয় শিবিরে।

শুরুতে মুম্বাই মিরর দবি করেছিল পিঠের চোট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ঘাড়ের ইনজুরিতেই দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে কোহলিকে।

বিবৃতিতে জানানো হয়, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে গিয়ে ঘাড়ে চোট পান কোহলি। ফিল্ডিং করতে গিয়ে ১৭ মে চোটের শিকার হন। বোর্ডের চিকিৎসকরা তাকে স্ক্যান করার পর পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আশা করা হচ্ছে এরপর কোহলি অনুশীলন শুরু করবে ১৫ জুন থেকে। বেঙ্গালুরুতে অনুশীলন শেষে ফিটনেস টেস্ট দিতে হবে কোহলিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে ফিটনেস ফিরে পাবেন ভারতীয় অধিনায়ক।’

অথচ কোহলি এই কাউন্টি খেলতেই মুখিয়ে ছিলেন। এমনকি সেই আশায় ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তাদের অভিষেক টেস্ট খেলা থেকেও নিজেকে বিরত রেখেছেন।

জুলাইয়ে ইংল্যান্ড সফরে টেস্ট খেলার আগে ভারত তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। এজবাস্টনে প্রথম টেস্ট হবে ১ আগস্ট।