তিতের অধীনে ‘নির্যাস’ হারিয়েছে ব্রাজিল!

ব্রাজিল কোচ তিতে

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। যার কোচ তিতে। ২০১৬ সালে দুঙ্গা পরবর্তী কোচ হয়ে আমূল পাল্টে দিয়েছেন সেলেসাওদের। সেই তিতের ব্রাজিলকে রক্ষণাত্মক বলেই মনে হয় লিজেন্ডারি ডিফেন্ডার রবার্তো কার্লোসের। তার মতে, ব্রাজিল তিতের অধীনে নির্যাস হারিয়েছে ঠিকই। তবে সেটা নেতিবাচক হয়ে দাঁড়ায়নি, দলটি ফিরে পেয়েছে পরিপূর্ণ রক্ষণাত্মক একটি কাঠামো!

২০০২ সালে বিশ্বকাপ জেতা এই তারকার কথাতেই লুকিয়ে আছে আসল ব্যাখ্যা। তার মতে, ‘ব্রাজিলীয় ফুটবলের নির্যাসটা হয়তো আমরা তার অধীনে হারিয়েছি। যেটা ফুটবলীয় দৃষ্টিতে ছিল আক্রমণাত্মক। তবে তার অধীনে আমরা একটা বিভাগে সংগঠিত রক্ষণাত্মক একটি দল।’

গত বিশ্বকাপে সেমিফাইনালে লজ্জা পেতে হয়েছে ব্রাজিলকে। জার্মানির কাছে ঘরের মাঠে হারতে হয়েছে ৭-১ গোলে। এবার অবশ্য ব্রাজিলকে তিনি চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চান, ‘আমি আশা করবো আবারও যেন আমরা জিতি। ২০০২ সালের পর আমরা জিততে পারিনি। তাই আমার বিশ্বাস এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। আমার কাছে মনে হয় এটা সম্ভব।’
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ রবিবার। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।