আমি জয় আশা করেছিলাম: তিতে



সুইজারল্যান্ড-ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত।‘ই’ গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচটি ড্র হওয়ায় মোটেও খুশি হননি ব্রাজিল কোচ তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি জয়টাই আশা করেছিলেন শিষ্যদের কাছ থেকে, ‘আমি জয় আশা করেছিলাম। তাই আমি এমন ফলে সন্তুষ্ট নই।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অনেক সুযোগ তৈরি করলেও সুইজারল্যান্ডের রক্ষণদুর্গ চূর্ণ করতে পারেনি। তাতে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ড্রয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ব্রাজিল কোচ তিতের ব্যাখ্যা, ‘আমরা নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে পারিনি।’

ব্রাজিল প্রথম গোলের উপলক্ষটা পায় ২০ মিনিটে। ফিলিপে কৌতিনিয়োর গোলেই লিড পায় ব্রাজিল। আর এই গোলটির আগ পর্যন্ত তীব্র চাপ ছিল বলেই দাবি করলেন ব্রাজিল কোচ, ‘ওই গোলটির আগে অনেক চাপ ছিল। অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তবে গোলের পর পরই সেটা আমাদের খেলার নিজস্ব ধরনে পরিণত হয়েছে।’

প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল শোধ করে সুইজারল্যান্ড। ৫০ মিনিটে শাকিরির কর্নারে বল ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মাথার উপর দিয়ে গোলপোস্টের সামনে আসে। সবার অলক্ষে থাকা স্টিভেন জুবের সুযোগটি কাজে লাগান। ক্ষিপ্রগতির হেডে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে বোকা বানান তিনি। এরপর বেশ কিছু সুযোগ তৈরি হলেও তিতে মনে করেন, আরও বেশি নিখুঁত হওয়া প্রয়োজন ছিল তাদের, ‘আমাদের বেশ কিছু ভালো ও পরিষ্কার সুযোগ ছিল। তবে আমরা আরও নিখুঁত হতে পারতাম।’