ইতিহাস গড়তে চায় তিউনিসিয়া

ইতিহাস গড়তে চায় তিউনিসিয়া

‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি ইংল্যান্ড। মাঝের দুটি আসরে দর্শক থেকে বিশ্বকাপ মহাযজ্ঞে ১২ বছর পর ফিরেছে তিউনিসিয়া। আর প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সোমবার রাত ১২টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচগুলো সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।

গতবারের বিশ্বকাপ মনে রাখতে চাইবে না ইংলিশরা। ব্রাজিল বিশ্বকাপ থেকে তারা বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সাউথগেটের দল। কোনও ম্যাচ না হেরেই বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড তিউনিশিয়াকে যে ছেড়ে দেবে না তা বলার অপেক্ষা রাখে না।

প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোচ সাউথগেট। তার কাছে জয়টা মুখ্য হলেও শিষ্যদের কাছে ভালো ফুটবল দেখতে চান সাউথগেট, ‘ঘরে আমাদের সবাই জয় প্রত্যাশা করে আছে। তবে আমরা ভালো খেলতে চাই এবং ফুটবলটাকে উপভোগ করতে চাই। কোচ হিসেবে আমার চাওয়া এটুকুই।’

তিউনিসিয়ার কোচ নাবিল মালল ইতিহাস গড়তে চান মূল পর্বেই, ‘প্রস্তুতি ম্যাচে সবাই দেখেছে কতটা ভালো খেলেছি আমরা। আমরা ইতিহাস গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।’