সেনেগালের দ্বিতীয় বিশ্বকাপ মিশনে প্রতিপক্ষ পোল্যান্ড

সেনেগালের অনুশীলনে সাদিও মানে‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে খেলবে শক্তিশালী পোল্যান্ড ও সেনেগাল। মঙ্গলবার রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।

দুই আসর পর বিশ্বকাপে ফিরেছে পোল্যান্ড। যার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তারকা ফরোয়ার্ড রবার্ত লেভানদোস্কির। পোল্যান্ডকে বিশ্বকাপে নিয়ে যেতে জাল কাঁপিয়েছেন ১৬বার।  রাশিয়াতে তার দিকেই তাকিয়ে থাকবে পোলিশরা। এবার তাদের লক্ষ্য নকআউট পর্ব। ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে তৃতীয় হওয়া ‘দ্য ঈগলস’ ১৯৮৬ বিশ্বকাপের পর গ্রুপ পর্বের বাধা আর পার হতে পারেনি। সেই অতীতকে ফিরিয়ে আনতে সামর্থ্যের সেরাটা দিতে চায় তারা।

তবে প্রতিপক্ষটা যে সেনেগাল। দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে এসেছে এবার। প্রথমবার ২০০২ সালে খেলতে এসেই চমকে দিয়েছিল সবাইকে। খেলেছিল কোয়ার্টার ফাইনাল। উদ্বোধনী ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। এবার তেমন কিছুই করার প্রত্যাশা দ্য লায়ন্স অব তেরাঙ্গার।

দুই দলের র‌্যাংকিংয়েও রয়েছে বিশাল পার্থক্য। ফিফা র‌্যাংকিংয়ে ৮ নম্বরে রয়েছে পোল্যান্ড আর চমকের আশায় থাকা সেনেগালের অবস্থান ৭৯ নম্বরে।