ব্রাজিল ভক্তদের সতর্ক করলেন কৌতিনিয়ো

সংবাদ সম্মেলনে কৌতিনিয়ো। ছবি-রয়টার্স।

দলটা ব্রাজিল বলেই প্রত্যাশার চাপটা এত বিশাল। পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ায় সবাই ভাবছে ব্রাজিল অনেক গোল করবে, ম্যাচ সহজেই জিতে যাবে- এমন ভাবনা থেকেই সবাইকে সতর্ক করলেন ব্রাজিল মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো, ‘সব খেলাই কঠিন। সব ভক্ত ভাবছেন আমরা ব্রাজিল সহজেই ম্যাচ জিতে যাবো, অনেক গোল হবে। তবে এটা ভাবতে হবে, সবাই বিশ্বকাপের জন্যে প্রস্তুত হয়ে এসেছেন। প্রথম খেলার পর আমরা এই বার্তাই পেয়েছি। ম্যাচ জিততে হলে আমাদের ১১০ ভাগ দেওয়া চাই।

গ্রুপের প্রথম ম্যাচে ছায়া হয়েছিল ব্রাজিল। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে সুইজারল্যান্ড। একমাত্র গোলটি এসেছে কৌতিনিয়োর পা থেকে। শুরুটা এমন হতাশা ভরা হওয়ার পরেও হাল ছেড়ে দিচ্ছেন না সেলেসাওরা। ব্রাজিল মিডফিল্ডার কৌতিনিয়োর মতে ওই ম্যাচের ফলে এখনই তারা নকআউট পর্ব নিয়ে চিন্তিত নয়, ‘আমরা এখনও এ নিয়ে কথা বলিনি।’

অনুশীলনে শুক্রবারের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলেন কৌতিনিয়ো। প্রথম ম্যাচ ড্রয়ের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচটা খেলা উচিত জয়ের লক্ষ্যে। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে কৌতিনিয়ো যা ভাবছেন তার সারমর্ম হলো, ‘গত ম্যাচের পর আমরা সবাই বলেছি আমাদের আরও উন্নতি প্রয়োজন। সব খেলাই আমাদের কাছে ফাইনাল। আমাদের দায়িত্ব নিতে হবে এবং মাথাটাকে সঠিক জায়গায় রাখতে হবে। অবশ্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ এবং আমাদের তিনটি পয়েন্ট প্রয়োজন।’