দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো

অনুশীলনে পর্তুগাল। ছবি-রয়টার্স।

প্রথম ম্যাচে স্পেনকে জিততে দেয়নি পর্তুগাল। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ওয়ান ম্যান শোতে রোনালদোই ছিলেন পাদপ্রদীপের আলোয়। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে আবারও মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।
গত বিশ্বকাপে এই পর্তুগালই ছিল ছন্নছাড়া একটি দল। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বেই নিতে হয়েছিল বিদায়। দুই বছর আগের সেই হতাশাকে পেছনে ফেলে পর্তুগাল এখন দুরন্ত একটি দল। ২০১৬ সালে ইউরো জিতে তার প্রমাণ আগেই দিয়ে রেখেছে পর্তুগিজরা। সান্তোসের এই দলটির ক্ষুরধার আক্রমণ কেমন হতে পারে তার চিত্রটা টের পাওয়া গেছে স্পেনের বিপক্ষে।

উল্টো দিকে প্রথম ম্যাচে ইরানের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মরক্কো। তবে অতীত থেকে প্রেরণার নুড়ি খুঁজে নেওয়ার রসদ আছে মরক্কোর। ১৯৮৬ সালে এই মরক্কোই ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল পর্তুগালকে। ওই টুর্নামেন্টে প্রথম জয় ছিল আফ্রিকান দেশটির। আর বিশ্বকাপের একমাত্র হারটি ছিল পর্তুগিজদের। যার পুনরাবৃত্তির খোঁজে রয়েছে মরক্কো।