প্রথমার্ধে ১-১ সমতায় অস্ট্রেলিয়া-ডেনমার্ক

পেনাল্টিতে গোল করেন জেডিনাক

প্রথম ম্যাচে দারুণ খেলা ডেনমার্ককে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিট বলা হচ্ছিল। শুরুর দিকে দলটি আক্রমণের পসরা সাজিয়ে এর প্রমাণও দিয়েছিল। শেষ দিকে ভুলের মাশুল দিতে হয়েছে হ্যান্ডবল করে। তাতে প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।

সামারা অ্যারানায় শুরুর দিকে গোছানো ছিল ডেনমার্ক। আক্রমণের ধারায় গিয়ে এগিয়ে যায় খেলার সপ্তম মিনিটে। মিলিত আক্রমণ থেকেই এগিয়ে যায় ডেনমার্ক। ফরোয়ার্ড নিকোলাই ইয়োরগেনসেনের বাড়ানো বল থেকে লাফিয়ে ওঠা বলে বক্সের মাঝ থেকে জাল কাঁপান মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেত পারতো ডেনমার্ক। দারুণ এক হেড করেছিলেন থোমাস ডিলানি। যদিও জালের ঠিকানা খুঁজে পায়নি তার সেই শট।

মাঝে প্রতিআক্রমণে গিয়ে চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। তাতে গোলমুখ উন্মুক্ত আর হয়নি। শেষ দিকে ভাগ্যের ছোঁয়াতেই সমতায় ফেরে অসিরা। ৩৭ মিনিটে ডি বক্সে কাণ্ড বাধিয়ে বসেন ডেনমার্কের ফরোয়ার্ড ইউসুফ পলসেন। পেনাল্টি এরিয়ায় অপ্রত্যাশিত হ্যান্ড বল করে বসেন। তাতে রেফারি অনফিল্ডে সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিলেন। ভিডিও রিভিউ নেওয়ার পর দেখা মিলে হ্যান্ড বলের। তাতে স্পট কিক থেকে গোল করেন মাইল জেডিনাক। সঙ্গে হলুদ কার্ডও মেলে পলসেনের।