‘ছন্দে ফিরতে সময় প্রয়োজন নেইমারের’

skysports-neymar-brazil-world-cup_4342745কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। নেইমার আর কৌতিনিয়োর গোলেই ইনজুরি সময়ে কপাল খোলে সেলেসাওদের। অথচ নির্ধারিত সময়ে নিষ্প্রভ ছিলেন নেইমার। কোনওভাবেই রক্ষণব্যুহ ভাঙতে সমর্থ্য হননি। যদিও ইনজুরি সময়ে নিজের প্রতিভা ঠিকই তুলে ধরেছেন। নেইমারের ফর্ম পাওয়া নিয়ে ব্রাজিল কোচ তিতের মত, ‘নিজেকে ফিরে পেতে সময় প্রয়োজন নেইমারের।’
ম্যাচ শেষে নেইমারের হয়েই কথা বলেছেন কোচ তিতে, ‘ও খোলস ছেড়ে বেরিয়ে আসছে। পুরো ম্যাচই সে খেলেছে। তবে এটা ভুলে গেলে চলবে না সেও একজন মানুষ। তার পুরনো ছন্দে ফিরতে কিছু সময় প্রয়োজন। তবে এর আগে দলকে শক্তিশালী হতে হবে তার ওপর নির্ভর করলে চলবে না।’

প্রায় সাড়ে তিন মাস পর চোট থেকে ফিরে মাত্র চতুর্থ ম্যাচ খেললেন নেইমার। কৌতিনিয়োর পর দ্বিতীয় গোলটি আসে তার পা থেকে। প্রথম গোলের পর উল্লাসে মেতে উঠেছিলেন তিতে। যেই উদযাপনে চোটও পেয়ে বসেছেন, ‘মনে হয় পেশীতে টান খেয়েছি। এমন উদযাপনের পর খুঁড়িয়ে হাঁটছি। আমরা সবাই খুব বেশি আত্মহারা হয়ে পড়েছিলাম।’

স্বাভাবিকভাবেই এমন জয় প্রয়োজন ছিল ব্রাজিলের। আগের ম্যাচে ড্রয়ের পর পরের পর্বে যেতে হলে আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজে দেবে এই জয়।