নিন্দুকদের জবাব দিলেন ক্রুস

শেষ গোলের পর ক্রোসের উল্লাসশনিবার রাতে নাটকীয় এক জয় উপহার দিয়েছে জার্মানি। বাঁচা মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে থেকেও ১০ জনের দল নিয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে টনি ক্রসরা। এমন জয়ের পর নিন্দুকদের একহাত নিলেন জার্মান মিডফিল্ডার, ‘আমার মনে হচ্ছে জার্মানির অনেকে আমাদের হটিয়ে দিতে পারলে খুশি হতো। তবে তাদের জন্য সতর্কবার্তাটা হলো আমরা সহজেই তাদের এমনটি অনুভব করতে দেবো না।’

সোচিতে মেক্সিকোর কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি খেই হারিয়েই বসেছিল সুইডেনের বিপক্ষে। তাদের এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোর দুটি দল নিশ্চিত হবে শেষ ম্যাচের লড়াইয়ে। জার্মানরা লড়বে দুই ম্যাচ হেরে যাওয়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সুইডেনকে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকো। আর ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে সুইডেন ও জার্মানি।

এমন বিপরীত অবস্থায় সহজেই হাল ছেড়ে দিচ্ছে না জার্মানি। ক্রুসের কথাতেই রয়েছে তার ইঙ্গিত, ‘আমরা সহজেই পথ ছেড়ে দিচ্ছি না।’

আসলেই তো তাই। ১০ জনের দল নিয়েও নাটকীয় জয় উপহার দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিনা লড়াইয়ে সামান্য জায়গাও ছেড়ে দিতে নারাজ জার্মানি। তাই প্রথম গোল নিয়ে আক্ষেপ ছিল ক্রুসের। যার দায়টা নিজের কাঁধেই নিলেন তিনি, ‘সুইডেনের প্রথম গোল আমার ভুলে হয়েছে। তাই দায়ভারটা আমিই নিয়েছিলাম। তবে শেষ দিকে সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক কিনা?’