পানামাকে হারালেই নকআউটে ইংল্যান্ড

অনুশীলনে ইংল্যান্ড।

প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ২-১ গোলে হারানোর পর হ্যারি কেইনদের নতুন পরীক্ষায় প্রতিপক্ষ পানামা। নকআউট পর্বে যেতে রবিবার সন্ধ্যা ৬টায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল মাছরাঙা, নাগরিক, সনি টেন ২ ও টেন ৩।

এমন প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে স্বস্তিদায়ক খবর অবশ্য নেই ইংল্যান্ড শিবিরে। ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি থাকছেন না রবিবারের খেলায়। তিউনিশিয়ার বিপক্ষে জিতে যাওয়া ম্যাচটিতে উরুতে চোট পেয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

তাই পানামার আক্রমণাত্মক ফুটবল নিয়ে উদ্বেগ বাড়ছে ইংল্যান্ড শিবিরে। চোটের তালিকা দীর্ঘ হলে কোচ সাউথগেটের কপালে চিন্তার ভাঁজটা গাঢ় হয়েই ধরা দেবে।

অপরদিকে উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু করেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামা। তারপরও প্রথম খেলার একাদশের ওপরেই আস্থা পানামা কোচ এরনান দারিও গোমেসের।

এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পানামা। এর আগে বিশ্বকাপে দুবার প্রথম দুই ম্যাচে জেতার কৃতিত্ব আছে ইংল্যান্ডের। ১৯৮২ ও ২০০৬ সালে এমনটি করেছিল ইংলিশরা। তাই গত ম্যাচে আলো ছড়ানোতে হ্যারি কেইনের ওপরই নির্ভর করবে সবকিছু।