নেইমারের আচরণে মর্মাহত সিলভা

নেইমারের আচরণে মর্মাহত হয়েছেন সিলভা

বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বিদ্রোহ’ নিয়ে মুখরোচক খবরের আনাগোনা তো চলছেই। এবার ব্রাজিল দলকে নিয়েও পাওয়া গেলো তেমন উপকরণ। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে অধিনায়ক থিয়াগো সিলভাকে বাক্যবাণে আক্রমণ করে বসেছিলেন নেইমার। তার এমন আচরণে ভীষণ মর্মাহত হয়েছেন ব্রাজিল অধিনায়ক।

দীর্ঘক্ষণ ব্যবধানে হেরফের হচ্ছিল না ম্যাচটায়। তাই কোস্টারিকা একপর্যায়ে সময় নষ্ট করার কৌশল বেছে নেয়। রেফারি তখন খেলা থামিয়ে ৮৩ মিনিটে কোস্টারিকার একজন ফুটবলারের সঙ্গে কথা বলতে যান। ওই মুহূর্তে বলটা স্পোর্টিং মনোভাবে প্রতিপক্ষের কাছে কিক দিয়েছিলেন সিলভা। তার এমন অ্যাকশনে ক্ষেপে খুব গিয়েছিলেন নেইমার। তাকে সমালোচনার বাক্যবাণে আক্রমণ করতে থাকেন। মর্মাহত সিলভা ম্যাচের পর মুখ খোলেন এ নিয়ে, ‘ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। তাকে উপদেশ দেই। অথচ আজ ওর আচরণে অনেক মর্মাহত হয়েছি। যখন বল প্রতিপক্ষকে দিয়ে দিচ্ছিলাম তখন ও আমাকে বাক্যবাণে আক্রমণ করছিল।’

ম্যাচটিতে ইনজুরি সময়ে জয় পায় ব্রাজিল। কৌতিনিয়ো ও নেইমারের গোলে কপাল খোলে সেলেসাওদের। সিলভা যখন বলটি প্রতিপক্ষকে দিয়ে দিচ্ছিল তখন অনেক ব্রাজিল ভক্তই তাকে দুয়ো দিয়েছিলেন। সিলভা অবশ্য নিজের কৃতকর্মের জন্য দুঃখিত নন, ‘আমার কাছে এমনটি মনে হয়নি যে ওই বলটি ওই সময় আমাদের জেতাবে। যা করেছি তাতে আমি নির্ভার। তবে ও যা করেছে তাতে সত্যিই মর্মাহত হয়েছি।’