শেষ ষোলোর আশা টিকিয়ে রাখতে মুখোমুখি কলম্বিয়া-পোল্যান্ড

নজরে থাকবেন লেভানদোস্কি ও ফালকাওহারলেই বাদ- এমন সমীকরণ নিয়ে রবিবার দিবাগত রাত ১২টায় মাঠে নামবে কলম্বিয়া ও পোল্যান্ড।  দু’দলই হেরেছে প্রথম ম্যাচ। তাই পরের পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে আজকে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল মাছরাঙা, নাগরিক, সনি টেন ২ ও টেন ৩।

দুই আসর পর ফিরে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে পোল্যান্ড। তারকা ফরোয়ার্ড রবার্ত লেভানদোস্কি ছিলেন বোতলবন্দী। তাই আজকের ম্যাচে প্রত্যাশার চাপটা নিতে হবে তাকেই। তবে পুরনো পরিসংখ্যান পোলিশদের হয়ে কথা বলছে না। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় পর্বে যেতে পারেনি তারা। এবার তাদের সেই পথে বড় বাধা কলম্বিয়ান তারকা হামেস রোদ্রিগেস। আগের ম্যাচে বদলি হিসেবে খেলার পর এই ম্যাচে শুরুর একাদশেই তাকে রাখবেন কলম্বিয়া কোচ।

পোল্যান্ডও তাদের হালকাভাবে নিচ্ছে না। দলটিকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছেন পোল্যান্ডের সহকারী কোচ হুবের্ট, ‘আমরা এখন একই পরিস্থিতে আছি। এই গ্রুপে কলম্বিয়াকে ফেভারিট মনে করা হচ্ছে। তারপরেও ওরা কিন্তু প্রথম ম্যাচে হেরে গেছে। একই সঙ্গে  ওরা কিন্তু ১০ জনের দল নিয়ে খেলেছে। ওদের হারানো খুব কষ্টসাধ্য কাজ।’

অপর দিকে কলম্বিয়ার আছেন তারকা ফরোয়ার্ড রাদামেল ফালকাও। হামেসের মতো তার ওপরেও নির্ভর করছে দলটির ভাগ্য। প্রথম ম্যাচে হারের পর পরের পর্বে যেতে খুবই আত্মবিশ্বাসী কলম্বিয়ান এই ফরোয়ার্ড, ‘আমাদের এখনও দুটি ম্যাচ বাকি। তার মানে পরের পর্বে যেতে আমাদের সুযোগ আছে। আর এটাই আমাদের আশার আলো দেখাচ্ছে। এই দল মানসিকভাবে কতটা শক্ত সেটা কিন্তু প্রমাণ করেছে। ম্যাচটি তাই আমাদের কাছে অঘোষিত এক ফাইনাল।’

প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই মুখোমুখি হচ্ছে পোল্যান্ড ও কলম্বিয়া। তবে প্রীতি ম্যাচে এগিয়ে আছে কলম্বিয়াই। ২০০৬ সালে তারা জিতেছে ২-১ গোলে।