শিষ্যদের এমন পারফরম্যান্সেও খুশি নন সাউথগেট!

গ্যারেথ সাউখগেটএবারের বিশ্বকাপে গোল উৎসবের ম্যাচ জন্ম দিয়েছে ইংল্যান্ড। পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। শিষ্যদের এমন আগুনে পারফরম্যান্সের পরেও তুষ্ট হননি ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দলটির মূল্যায়নে বলেছেন, ‘ছেলেদের শুরুটা ভালো লাগেনি। শেষ দিকের গোলটিও পছন্দ হয়নি।’

এই বিশ্বকাপে এরই মধ্যে গোল উৎসব করেছে রাশিয়া ও বেলজিয়াম। দুই দলই তাদের সবচেয়ে বড় জয় পেয়েছে ৫ গোল করে। এবার তাদের পেছনে ফেলল গত বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়া ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন। শিষ্যদের ভেতর থেকে সেরাটা বের করে আনতেই আরও কঠোর হয়েছেন বিশ্লেষণে। ছিদ্রান্বেষী মনোভাবের ব্যাখ্যায় ইংল্যান্ড কোচ মুচকি হেসেই বললেন, ‘আমার কাছে মনে হয়েছে মাঝের সময়েই ওরা বেশি ভালো ছিল। তবে আমি কিন্তু খুব বেশি ছিদ্রান্বেষী।’

ইংল্যান্ডের বিশাল জয়ে হ্যাটট্রিক ছিল কেইনের। দুটি করেছেন জন স্টোনস আর একটি এসেছে জেসে লিনগার্দের পা থেকে।