কোয়ার্টার ফাইনালে কাভানির খেলা নিয়ে সংশয়

রোনালদোর কাঁধে ভর করে মাঠ ছাড়েন কাভানিচোটটা শেষ ষোলোর ম্যাচেই পেয়েছিলেন উরুগুয়ে ফরোয়ার্ড এদিনসন কাভানি। হ্যামস্ট্রিংয়ের সেই চোটই তাকে ছিটকে দিতে পারে কোয়ার্টার ফাইনাল থেকে! এমন খবর জানা গেছে দলীয় সূত্রে।

শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। পর্তুগালের বিপক্ষে জয়ের দিনে দুটি গোল এসেছে কাভানির পা থেকে। অবশ্য ওই ম্যাচেই শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। চোট যে গুরুতর তার প্রমাণ টানা তিনদিন অনুশীলনে ছিলেন না কাভানি। বুধবারও ছিলেন না। বাম পায়ের চোট আক্রান্ত স্থানে পরিচর্যা চলছে তার।

এক বিবৃতিতে উরুগুয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘তার পায়ে ব্যথা রয়েছে। পুনর্বাসনে থাকতে হবে তাকে। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে স্কোয়াডের বাকিরা সুস্থ আছে।’

কাভানি যদি শেষ পর্যন্ত খেলতে নাই পারেন তাহলে তার জায়গায় দেখা যাবে আরেক ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানিকে।

বিশ্বকাপে সব ম্যাচেই জয় পেয়েছে উরুগুয়ে। সব মিলিয়ে গোল হজম করেছে একটি!-ইএসপিএন।