ফেদেরারের ‘ব্যাটিং’ দেখে মুগ্ধ টেন্ডুলকার (ভিডিও)

রজার ফেদেরারের সঙ্গে শচীন টেন্ডুলকার।আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের শেষ কথা তিনি। ব্যাটিংয়ের অনেক রেকর্ড নিজের করে নেওয়া শচীন টেন্ডুলকারের অজস্র ভক্তের মধ্যে রজার ফেদেরারও একজন। টেন্ডুলকারও অবশ্য ফেদেরারের বিরাট ভক্ত। টেনিসে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার যে ‘ক্রিকেট’ খেলতেও জানেন, তা কে জানতো! উইম্বলডনে ব্যাটিংয়ের ঢংয়ে টেনিস খেলে টেন্ডুলকারকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি।  

সোমবার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে সহজেই হারিয়েছেন ফেদেরার। ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষের একটি শটের জবাব তিনি দিয়েছেন ক্রিকেটের মতো  ডিফেন্সিভ শট খেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল।

উইম্বলডনের টুইটের পর আইসিসির জবাব।টেনিস কোর্টে প্রিয় বন্ধুর ‘ব্যাটিং’ দেখে টেন্ডুলকার উচ্ছ্বসিত। টুইটারে ফেদেরারের উদ্দেশে ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ কিছুটা রসিকতা করে লিখেছেন, ‘সব সময়ের মতোই চোখ আর হাতের দুর্দান্ত যুগলবন্দি। নবম উইম্বলডন জয়ের পর তোমার সঙ্গে ক্রিকেট আর টেনিস নিয়ে কথা হবে।’ ফেদেরারও রসিকতা করতে ছাড়েননি। তার রিটুইট, ‘এতদিন অপেক্ষা কেন? আমি তো এখনই আলোচনা করতে প্রস্তুত।’

দুই কিংবদন্তির কথোপকথনে যোগ দিয়েছে উইম্বলডন আর আইসিসির অফিশিয়াল টুইটার পেজ। আইসিসিকে লক্ষ্য করে উইম্বলডন কর্তৃপক্ষের প্রশ্ন, ‘ফেদেরারের এই ফরোয়ার্ড ডিফেন্সিভ শটকে কীভাবে রেটিং করবে আইসিসি?’ বিশ্ব ক্রিকেট সংস্থার জবাবটা এক কথায় অনবদ্য। গ্রাফিক্স ইমেজে বানানো টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ফেদেরারকে এক নম্বরে রেখেই পাল্টা রসিকতা করেছে আইসিসি!