তরুণ দলকেই কৃতিত্ব দিলেন দেশম

জয়ের পর কোচ দেশমকে নিয়ে দলের উল্লাস।

দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তারুণ্যনির্ভর দলটাকে কৃতিত্ব দিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। জয়ের পর আবেগভরা কণ্ঠে ফরাসি কোচ বললেন, ‘কী বিস্ময়কর! এটা তরুণ একটি দল, যারা বিশ্বের সর্বোচ্চ চূড়ায় রয়েছে।’

তারুণ্যনির্ভর দলটির অনেকেই আছেন যাদের বয়স ১৯ বছর। সেই কথা মনে করিয়ে ফ্রান্স কোচ বলেন, ‘এখানে অনেকেই আছে যাদের বয়স ১৯ বছর। আমরা বড় কোনও খেলা খেলিনি তবে মানসিক স্থিতিটা দেখিয়েছি। তারপরেও চার গোল করেছি। এই দলটা অনেক পরিশ্রম করেছে। একই সঙ্গে কঠিন মুহূর্তও ছিল। দুই বছর আগে ইউরো হেরেছি, সেখান থেকেও আমরা শিক্ষা পেয়েছি।’

শুধু প্রতিভাই নয়, জয় পেতে মানসিক পরিপক্বতারও প্রয়োজন বলে মনে করেন দেশম, ‘প্রতিভা সবকিছু নয়। প্রয়োজন মানসিক ও শারীরিক শক্তিমত্তা। তাহলে যেকোনও দল চূড়ায় চড়তে পারে।’

অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন দেশম। এবার কোচ হিসেবে জিতলেন শিরোপা। তৃতীয় ব্যক্তি হিসেবে এমন কৃতিত্ব করে দেখালেন তিনি। জয়ের পর তৃপ্ত এই কোচ অনুভূতিতে বললেন, ‘এই জয় আমার নয়। যারা খেলেছে এই জয় তাদের। ৫৫ দিন ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। ফরাসি হতে পেরে আমরা গর্বিত, নীলের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।’