আর্জেন্টাইন রেফারির পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে ‘বিতর্ক’

 

হ্যান্ড বলের পর দুই দলের খেলোয়াড়রা।

ফাইনালে বিপজ্জনক এলাকায় পেরিসিচের হ্যান্ডবল ও স্পটকিকের সিদ্ধান্ত নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। আর্জেন্টাইন রেফারি হোরাসিও এলিসান্দো ফরাসিদের কাছে কুখ্যাত বলেই পরিচিত ছিলেন। অথচ সেই রেফারির একটি সিদ্ধান্তেই ২-১ অগ্রগামিতা পায় ফ্রান্স। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ডেরমট গ্যালাঘের।

সমালোচনায় ডেরমট বলেছেন, ‘একশ’ভাগ এটা পেনাল্টি ছিল না। বল থেকে সে দূরেই ছিল। যখন মাথার কাছে চলে আসলো তখন আর নিজেকে এড়াতে পারেনি। তখন সে হাত নাড়াতে পারেনি। হ্যান্ডবলের কোনও ইচ্ছা তার ছিল না। তবে আইন বলে এটা ইচ্ছাকৃত হতেই হবে। তার হাত কিন্তু স্বাভাবিকভাবে ছিল না।’

শুরুতে এর পেনাল্টি দেননি আর্জেন্টাইন রেফারি এলিসান্দো। ঘটনার তাৎক্ষণিকতায় ফ্রেঞ্চ খেলোয়াড়রা ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির আবেদন করে। তাতে রেফারি ভিএআরের দ্বারস্থ হয়ে স্পটকিকের সিদ্ধান্ত নেন। স্পটকিকের মুহূর্তে দেখা গেছে লুকা মদরিচ আর পেরিসিচ কথা বলছিলেন রেফারির সঙ্গে। যদিও সেসব আমলে নেননি রেফারি।