পরিসংখ্যানে এবারের বিশ্বকাপ

চ্যাম্পিয়ন ফ্রান্সের উল্লাস।দীর্ঘ দিন পর গোলের তুবড়ি ছুটলো বিশ্বকাপ ফাইনালে। এতদিন গোলের আকালে ভুগছিল ছিল বিশ্বকাপ ফাইনাল। সবশেষ চারটি ফাইনালে যে গোল হয়েছে তার সমান গোল হয়েছে এবারের ফাইনালে (৪-২)।

গোলের হিসেবে তাই ১৯৬৬ সালের পর দেখা গেলো এত গোলের ম্যাচ। সেবার পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। এবার ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়েছে ফ্রান্স।

এবারের বিশ্বকাপে অনেক রেকর্ডই হয়েছে প্রথমবার। প্রথমবার ব্যবহৃত হয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি। ফাইনালে প্রথমবার হয়েছে কোনও আত্মঘাতী গোল। পাঠকদের জন্যে এবারের বিশ্বকাপ থেকে নেওয়া কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো-

টপ স্কোরার

হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৬ গোল

আন্তোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স)-৪ গোল

রোমেলু লুকাকু (বেলজিয়াম)-৪ গোল

মোট ম্যাচ- ৬৪টিমোট গোল হয়েছে- ১৬৯টি।

মোট হলুদ কার্ড- ২১৯টি

লাল কার্ড-৪টি

মোট পাস হয়েছে-৪৯ হাজার ৬৫১টি

সবচেয়ে বেশি গোল করেছে- বেলজিয়াম ১৬টি

সবচেয়ে আক্রমণে ছিল- ক্রোয়েশিয়া মোট ৩৫২ বার

পাসের দিক দিয়ে এগিয়ে- ইংল্যান্ড- ৩ হাজার ৩৩৬টি

রক্ষণে এগিয়ে ছিল-ক্রোয়েশিয়া ৩০১ (ক্লিয়ার, ট্যাকল ও সেভসহ)

গোলের কাছে সবচেয়ে বেশি আক্রমণে ছিলেন- নেইমার ২৭ বার

সবচেয়ে বেশি সেভ করেছেন বেলজিয়াম গোলকিপার- থিবা কোর্তোয়া ২৭টি

সবচেয়ে বেশি কার্ড দেখেছে যে ম্যাচ- বেলজিয়াম-পানামা

সবচেয়ে বেশি গোলের ম্যাচ- বেলজিয়াম-তিউনিসিয়া (৭ গোল)