ফারাজ গোল্ডকাপ ফুটবল শুরু ২৫ জুলাই

 

Logoসোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। তাতে অংশ নিচ্ছে দেশের ২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে এই আসরের উদ্বোধন। এছাড়া ম্যাচ চলবে কমলাপুর স্টেডিয়ামেও। আয়োজকরা ২০১৭ সালে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেবার ছিল ২০টি দল। এবার চারটি দল বাড়তে যাচ্ছে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইউল্যাব, ইস্ট ওয়েস্ট, ড্যাফোডিল, আইইউবেট, সিটি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আইইউবি, প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়, শান্তা মারিয়াম ও স্টেট বিশ্ববিদ্যালয়।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সাবেক জাতীয় তারকা ফুটবলার শেখ মো. আসলাম বাংলা ট্রিবিউনকে টুর্নামেন্টে বিভিন্ন দিক তুলে ধরে জানান, ‘আমরা এবার ২৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। আগের চেয়ে দল বাড়ছে। তবে শেষ সময়ে এটা নির্ধারণ হবে। আমরা প্রতি বছর করার পরিকল্পনা থেকেই এই প্রতিযোগিতা আয়োজন করছি।’

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে ফারইস্ট ইউনিভার্সিটি ২-০ গোলে গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।