শেষ ম্যাচে যুব দলের জয়

অনূর্ধ্ব-১৯ দল।যুব দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই ম্যাচের মধ্য দিয়ে খুলনায় দুই সপ্তাহের ক্যাম্প শেষ হলো এইচপি দলের। আগের দুই ম্যাচ জিতলেও শেষ ম্যাচটিতে ১২২ রানের বড় ব্যবধানে হার হেরেছে এইচপি দল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৫ ওভারে ২১২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় এইচপি দল।

টস জিতে এদিন আগে ব্যাট করতে নামা যুব দলের শুরুটা ভালো হয়নি। ২৪ রানের মধ্যেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। ৪৯ রানের মধ্যে ৩ উইকেট হারানো অনূর্ধ্ব-১৯ দল প্রান্তিক নওরোজ ও শামীম পাটওয়ারী দৃঢ়তায় ম্যাচে ফেরে। তারা দুইজন মিলে ১১১ রানের জুটি গড়েন।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন শামীম পাটওয়ারী। ৭২ বলে ৪টি করে চার ও ছক্কার সাহায্যে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া প্রান্তিক নওরোজ খেলেন ৬৪ রানের ইনিংস। ১১৯ বলে ৩টি চারের সাহায্যে ৬৪ রান করে আউট হন মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

শেষ ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এইচপি দলের ইমরান আলী। সবমিলিয়ে চারটির উইকেট তুলে নেন এই বোলার। এছাড়া আসিফ ও রবিউল নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের তোপের মুখে পড়ে কোনঠাসা হয়ে পড়ে এইচপির ব্যাটসম্যানরা। ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত এই বিপর্যয় আর সামলে উঠতে পারেনি। ৩৯.৪ ওভারে মাত্র ৯০ রানেই অলআউট হয়ে যায় তারা।

যুবাদের হয়ে মেহেদী হাসান অনি ৩টি ও রুহাল আহমেদ নেন ২ উইকেট।