এশিয়া রাগবি সেভেনস ট্রফিতে বাংলাদেশ

রাগবি দলের জার্সি উন্মোচন সিঙ্গাপুরে আগামী ৪ আগস্ট শুরু হচ্ছে দুইদিন ব্যাপী এশিয়া রাগবি সেভেনস ট্রফি হবে। ১৩ দলের অংশগ্রহণে বাংলাদেশও এতে থাকছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে সিঙ্গাপুর, পাকিস্তান, ব্রুনেই ও লাওস। টুর্নামেন্ট চলবে ৫ আগস্ট পর্যন্ত।

টুর্নামেন্ট খেলতে কাল শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশের লক্ষ্য গ্রুপে অন্তত দুটি জয়। বাকি দলগুলোর সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ। দলের কোচ ফেরদৌস আলম সেই লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘গত দু’বছর আগের চেয়ে বর্তমান দল বেশ শক্তিশালী। তারা নিয়মিত অনুশীলনে আছে। আমি আশাবাদী। বাংলাদেশ ভালো ফল করতে পারবে। গ্রুপে পাকিস্তান ও ব্রুনেইকে হারানোর লক্ষ্য আছে।’

অধিনায়ক নাদিম মাহমুদের আশাও একই, ‘গ্রুপে একাধিক ম্যাচ জেতার ইচ্ছা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা। যদি ঠিকমতো সাফল্য আসে, তাহলে হয়তো একসময় রাগবি আরো জনপ্রিয়তা পাবে।’