অখেলোয়াড় সুলভ আচরণ করায় নার্সকে ডিমেরিট পয়েন্ট

অ্যাশলি নার্স

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মেজাজ হারিয়েছিলেন ক্যারিবীয় স্পিনার অ্যাশলি নার্স। অখেলোয়াড় সুলভ আচরণ করায় তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

লডারহিলে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচটি বৃষ্টি আইনে বাংলাদেশ জেতে ১৯ রানে।

বাংলাদেশ যখন ব্যাট করছিল তখনই ঘটে এমন কাণ্ড। নার্স বোলিং করতে এলে তার প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন লিটন দাস। মেজাজ হারিয়ে তখন অশালীন ভাষা ব্যবহার করলে তা স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। আইসিসির বিধি অনুসারে এমন আচরণ বিধি বহির্ভুত।

নার্সের আচরণ বিধিতে এখন যুক্ত রয়েছে মোট দুটি পয়েন্ট। গত বছরেও একটি পয়েন্ট জুটেছিল। আফগানিস্তানের বিপক্ষে একই কাণ্ড করায় তাকে তিরস্কার করে আইসিসি। একই সঙ্গে মেলে ডিমেরিট পয়েন্ট।