এশিয়াডে ব্যর্থতার বৃত্তেই বাংলাদেশ

এশিয়ান গেমস হচ্ছে ইন্দোনেশিয়ায়।এশিয়ান গেমসে ব্যর্থতার গল্পই রচিত হচ্ছে বাংলাদেশের। শনিবার আর্চারি আর অ্যাথলেটিকস থেকে কোনও সুখবর আসেনি।

আগের দিন রিকার্ভ মিশ্র দলগত বিভাগে ব্যর্থ হয়েছিলেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি, জাপানের জুটির কাছে তারা হার মেনেছিলেন ৫-১ সেটে। শনিবার রিকার্ভ দলগত বিভাগের বাছাই পর্বে সেই জাপানের কাছেই ধরাশায়ী বাংলাদেশের মেয়েরা। নাসরিন, ইতি খাতুন ও বিউটি রায়কে নিয়ে গড়া বাংলাদেশ দল হেরে গেছে ৬-২ সেটে।

ছেলেদের দলগত বিভাগেও ব্যর্থ লাল-সবুজ দল। মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশের হারের ব্যবধানও ৬-২। ছেলেদের দলে ছিলেন ইমদাদুল হক, ইব্রাহিম শেখ ও রোমান সানা। 

অ্যাথলেটিকসেও দুঃসংবাদ-ছেলেদের ৪০০ মিটার দৌড়ের বাছাই থেকেই ছিটকে পড়েছেন মোহাম্মদ আবু তালেব। ২৯ প্রতিযোগীর মধ্যে ২৭তম তালেবের টাইমিং ছিল ৫০.৯৭ সেকেন্ড।

মেয়েদের ৪০০ মিটারের বাছাইয়ে সুমী আক্তারও ব্যর্থ। ৫৭.১৬ সেকেন্ড সময় নিয়ে ১৮ প্রতিযোগীর মধ্যে ১৪তম হয়েছেন তিনি।